২০ শতাংশের ওপর লভ্যাংশ দেওয়ার নজির অনেক

রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৮:০০
দুই বছর আগে জেনিথ অ্যানুয়াল ইনকাম ফান্ড ৬০ শতাংশ লভ্যাংশ দেয়। অন্য ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডগুলো ওই বছর ভালো লভ্যাংশ দিলেও গত বছর পারেনি। তালিকাভুক্ত অর্ধেকেরও বেশি শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় ব্যবসা করতে পারেনি ফান্ডগুলো। ফলে প্রাপ্ত লভ্যাংশ আয়ে ভর করে এবারও লভ্যাংশ ঘোষণা করতে হতে পারে ফান্ডগুলোকে।
ওপেন-এন্ড: এ বছর এখন পর্যন্ত তিনটি ওপেন-এন্ড ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ভ্যানগার্ড এএমএল গ্রোথ সর্বাধিক ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ফান্ডটি আগের দুই বছর ১৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছিল। এ বছর লভ্যাংশ ঘোষণা করা বাকি দুই ফান্ডের মধ্যে এটিসি শরিয়াহ ইউনিট ১.৯ শতাংশ এবং ইউসিবি তাকওয়া গ্রোথ ২.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।সংকটাবস্থার মধ্যেও গত বছর মোট ৪৫টি ওপেন-এন্ড ফান্ড লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে সর্বাধিক ২২ শতাংশ লভ্যাংশ দেয় সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ প্রথম গ্রোথ। ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিয়েছিল ১৪টি। এর মধ্যে জেনিথ অ্যানুয়াল ইনকাম ও এলবি গ্রাচুইটি অপর্চুনিটি ২০ শতাংশ করে এবং এএএএমএল ইউনিট, ক্যাপিটেক পপুলার, ক্রিডেন্স প্রথম শরিয়াহ, আইসিবি এএমসিএল ইউনিট, আইসিবি এএমসিএল পেনসনহোল্ডার্স, আইডিএলসি ব্যালান্সড, ভ্যানগার্ড গ্রোথ ফান্ড ১৫-১৮ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেয়। এর বাইরে ৫ শতাংশের বেশি লভ্যাংশ দেয় আরও ১৭ ফান্ড। ২০২১ সালে ৬৫টি ওপেন-এন্ড ফান্ড লভ্যাংশ দেয়। এর মধ্যে সর্বাধিক ৬০ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছিল জেনিথ অ্যানুয়াল ইনকাম ফান্ড। সিএপিএম ইউনিট ২৯.৫, এএএমএল ইউনিট ২৫, ক্রিডেন্স প্রথম শরিয়াহ ২২.৫, ইউএফএস প্রগতি লাইফ ২১.৫, ভিআইপিবি এপিলারেটেড ইনকাম ২০, সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ প্রথম গ্রোথ ১৯.৫, শান্তা প্রথম ইনকাম ২০.৫, পেনিনসুলা ব্যালান্সড ১৭, এসএএমএল ইনকাম ইউনিট ফান্ড ১৭ শতাংশসহ মোট ২৪টি ফান্ড ১০ শতাংশ বা তার বেশি হারে লভ্যাংশ দেয়।
ক্লোজড-এন্ড: গত বছর ১৫ শতাংশ করে লভ্যাংশ দেয় গ্রামীণ-১, স্কিম ২ এবং এসইএমএল এফবিএসএল নামের দুই ক্লোজড-এন্ড ফান্ড। এর বাইরে আরও পাঁচ ফান্ড ১০-১১ শতাংশ হারে লভ্যাংশ দেয়। ৫-৯ শতাংশ হারে লভ্যাংশ দেয় ২৪টি ফান্ড। ২০২১ সালে এলআর গ্লোবাল প্রথম ১৫.১ এবং এসইএমএল এফবিএসএল, এসইএমএল এলইসি এবং ভিএএমএল বিডি ১৫ শতাংশ হারে লভ্যাংশ দেয়। এর বাইরে ১০ শতাংশ বা তারও বেশি হারে লভ্যাংশ দেয় আরও ১৪টি ফান্ড।