ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আগামী বছর ফান্ডগুলো ভালো লভ্যাংশ দিতে পারবে

আগামী বছর ফান্ডগুলো ভালো লভ্যাংশ দিতে পারবে

আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক, আইসিবি

--

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৮:০০

নানা কারণে আমাদের শেয়ারবাজার একটু চাপে আছে। মিউচুয়াল ফান্ডগুলো শেয়ারবাজারেরই অংশ। এ খাতও ভালো নেই। সবাই বাজারটিকে বড় করার চেষ্টা করছি। মাঝে দুটি ফান্ড ম্যানেজার মানুষের টাকা লুট করায় আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তা ছাড়া সাত-আট মাস ধরে বেশির ভাগ শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকার কারণে কোনো মিউচুয়াল ফান্ডই কাঙ্ক্ষিত মুনাফা করতে পারছে না। বছর শেষে লভ্যাংশ প্রদানের হার অনেক কমে গেছে।

আমরা আশাবাদী যে, এ অবস্থার হয়তো পরিবর্তন হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও চেষ্টা করছে। সরকারও সহায়তা দিচ্ছে। চলতি বাজেটে মিউচুয়াল ফান্ড থেকে সব আয় করমুক্ত রাখা হয়েছে। এ বিষয়টি আগেও ছিল, তবে অস্পষ্ট ছিল। এবার এটি পরিষ্কার করা হয়েছে।

এখানে আরও একটি আশার কথা হলো– সব মিউচুয়াল ফান্ডকে তিন-চার বছর ধরে আইএফআরএস-৯ অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি করতে হচ্ছে। ফলে ইতোপূর্বের বিনিয়োগে যে লোকসান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে প্রভিশনিং করা হয়েছে। এ অবস্থায় আগামী বছর বাজার ভালো হলে প্রভিশনিংয়ের টাকা আয় খাতে চলে আসবে। ফলে ফান্ডগুলো বেশ ভালো লভ্যাংশ দিতে পারবে বলে আশা করছি।

আরও পড়ুন

×