ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বয় স্কাউটের সর্বোচ্চ র‍্যাঙ্ক

‘ঈগল স্কাউট’ পেলেন রেয়ান রেহমান

‘ঈগল স্কাউট’ পেলেন রেয়ান রেহমান

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৩:৩৮

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রেয়ান রেহমান বয় স্কাউট অব আমেরিকার ‘ঈগল স্কাউট’ র‍্যাঙ্ক অর্জন করেছেন। নিউ জার্সির বাসিন্দা রেয়ান তাঁর দীর্ঘ ১০ বছরের স্কাউটিং যাত্রায় সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এটি বয় স্কাউটিং অগ্রযাত্রায় সর্বোচ্চ র‍্যাঙ্ক।

রেয়ান বয় স্কাউটস অব আমেরিকার ট্রুপ-১০১ এর সদস্য হিসেবে র‍্যাঙ্ক পেলেন। গৌরবের বিষয় হচ্ছে, রেয়ানের বড় ভাই আয়মান রেহমানও আগে ঈগল স্কাউট র‍্যাঙ্ক পান। দুই সহোদরের এমন অর্জন বিরল উদাহরণ।

রেয়ান রেহমান তাঁর ঈগল যাত্রায় ২০১৩ সালে স্কাউট হিসেবে যোগ দিয়ে একে একে টেন্ডারফুট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্টার স্কাউট, লাইফ স্কাউট হয়ে এবার ঈগল স্কাউটে ভূষিত হলেন। ১৯১২ সাল থেকে এ পর্যন্ত দুই মিলিয়নের বেশি বয় স্কাউট এ র‍্যাঙ্ক অর্জন করেছেন। বিল গেটস, নিল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টদের কেউ কেউ অতীতে তাদের বাল্যবেলায় ঈগল স্কাউটের তকমা পেয়েছেন।

নিউ জার্সির মানালাপান ব্যাটলগ্রাউন্ড কান্ট্রি ক্লাবে রেয়ান রেহমানকে ‘ঈগল কোর্ট অব অনার’ সম্মানিত করা হয়। মূল অনুষ্ঠানে রেয়ান রেহমানের বাবা, যুক্তরাষ্ট্রে স্বনামধন্য বাংলাদেশি আমেরিকান আইসিটি উদ্যোক্তা আজিজ আহমদ ও মা পান্না আজিজ ছিলেন।

ঈগল কোর্ট অব অনারের নির্ধারিত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রেয়ান রেহমানকে ঈগল স্কাউট হিসেবে ঘোষণা করা হয়, যার শুরু হয় ঈগল প্রকল্পের উপস্থাপনার মধ্য দিয়ে। ‘বেটার স্কাউটিং ফর বেটার সিটিজেনশিপ’ এর মূলমন্ত্র। বলা হয়, একজন ঈগল স্কাউট প্রতিদিনই সেরাটা দিয়ে স্কাউট হিসেবে তাঁর প্রশিক্ষণের প্রমাণ রাখেন।

রেয়ান রেহমানের হাতে মনমাউথ কাউন্টি কমিশনার রস এফ লিসিট্রা সনদ তুলে দেন। প্রতিটি স্কাউটকে আইনের ১২টি দিক মেনে চলতে হয়– বিশ্বাসযোগ্যতা, আনুগত্য, সহায়তাপূর্ণ মনোভাব, বন্ধুভাবাপন্নতা, সাহসিকতা, উদারতা, বাধ্যগত, উৎফুল্লতা, মিতব্যয়িতা, বীরত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সম্মানবোধ।

রেয়ান রেহমান ঈগল স্কাউট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাঁকে শপথ পড়ান আরেক ঈগল স্কাউট আয়মান রেহমান। আর র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাঁর মা পান্না আজিজ। বাবা আজিজ আহমদ পরিয়ে দেন যুক্তরাষ্ট্রের পতাকার রঙের বিশেষ স্কার্ফ। বাবা ও মাকে ঈগল পিন পরিয়ে দেন রেয়ান রেহমান।

আজিজ আহমদ বলেন, এ অর্জন একা রেয়ান রেহমানের নয়, গোটা কমিউনিটির। ছেলেকে অভিনন্দিত করে সারা জীবন স্বার্থহীনতাকে মূলমন্ত্র ধরে কাজ করে যাওয়ার আহ্বান জানান। স্কাউট কর্তৃপক্ষকেও বিশেষ কৃতজ্ঞতা জানান।

টাউনশিপ অব মার্লবোরো কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যান্টোনিতে দিনুজো রেয়ান রেহমানকে অভিনন্দন জানান। আর বিশেষ বক্তৃতায় মার্লবোরো ওপেন স্পেস কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন শীতল রাজন বৈমানিকের পিন ও বিশেষ অভিনন্দন তুলে দেন। কাউন্সিলম্যান মাইকেল স্কালে এ সময় উপস্থিত ছিলেন।

ঈগল স্কাউটের শপথ নেওয়ার পর বক্তৃতায় রেয়ান রেহমান তাঁর অগ্রযাত্রা ও অর্জনে মা-বাবার সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যেন সুচারুভাবে সম্পন্ন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

×