মেসেঞ্জার সিকিউরিটি ফিচার

আব্দুল্লাহ আল আরিয়ান
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪৬
ডিজিটাল প্রজন্মের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হলো ফেসবুক ও মেসেঞ্জার। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুক ও মেসেঞ্জারে বহু পরিবর্তন এসেছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি দ্রুত মেসেজিং করার জন্য খুবই উপযোগী। নিরাপদে তথ্যবিনিময়ে ফেসবুকের প্রধান কোম্পানি মেটা প্রতিনিয়ত যুক্ত করছে বিভিন্ন সিকিউরিটি ফিচার। ফলে জানতে হবে সিকিউরিটি ফিচারের ব্যবহার।
ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জারে সব সময় লগইন করে থাকে, যা মোটেও নিরাপদ নয়। সব সময় ফেসবুক মেসেঞ্জার থেকে লগআউট করা উচিত। কারণ এখানে ভয়াবহ হ্যাকিংয়ের ঝুঁকি থাকে। একসঙ্গে ফেসবুক এবং মেসেঞ্জার লগআউট করতে না চাইলে ব্যবহারকারীরা আলাদাভাবেও ফেসবুক মেসেঞ্জার থেকে লগআউট করতে পারবে।
যা করতে হবে : প্রথমে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস মেন্যুতে যেতে হবে। সেখানে থাকা সেটিং এবং প্রাইভেসি অপশনে গিয়ে যথাক্রমে সেটিংস, সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। সিকিউরিটি অপশনে ক্লিক করে লগইনে যেতে হবে। এখানে ‘Where you’re logged in’ বিভাগে যে ডিভাইসটি মেসেঞ্জার থেকে সাইনআউট করতে ইচ্ছুক, তা খুঁজে বের করতে হবে। পরে ডিভাইসের নিচে মেসেঞ্জার লিখতে হবে। যদি এটি না হয়ে থাকে, তাহলে শুধু ফেসবুক অ্যাপ থেকে লগআউট করতে পারবেন।
যদি নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসে মেসেঞ্জার থেকে লগআউট করার প্রয়োজন হয়, তাহলে তাকে স্মার্টফোনের সেটিংসে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপসে যেতে হবে। এরপর এখান থেকে নিজেদের ডিভাইসে ডাউনলোড করা সব অ্যাপ সম্পূর্ণ তালিকা খুলতে হবে। মেসেঞ্জার ওপেন করতে হবে। পরে মেসেঞ্জার অ্যাপের তথ্যের জন্য স্টোর ক্যাশের ‘ক্লিয়ার স্টোরেজ’ অপশনে ক্লিক করতে হবে। অপরিচিত কারও সঙ্গে নিরাপদভাবে চ্যাট করতে হবে। অনেক সময় মেসেজে স্প্যামিং লিঙ্ক পাঠিয়ে হ্যাকাররা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সন্দেহজনক কিছু চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ফেসবুকে রিপোর্ট করার সুযোগ আছে।
ফেসবুক মেসেঞ্জারে সরাসরি মেসেজ কারা দিতে পারবে, সেটিংস থেকে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। ফ্রেন্ডলিস্টের বাইরের সবাইকে মেসেজ রিকোয়েস্ট মোডে রেখে দেওয়া যায়; কেউ চাইলেই সরাসরি মেসেজ দিতে পারে না।
- বিষয় :
- সামাজিক যোগাযোগমাধ্যম
- ফেসবুক
- মেসেঞ্জার