ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার

বয়ঃসন্ধিকালে স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সেমিনার

ডাক্তারবাড়ি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

দেশের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে হাউস অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন। তাদের এই উদ্যোগে আইটিএন-বুয়েট ও ইউনিসেফ একযোগে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর আইটিএন, বুয়েটে একটি সেশনের আয়োজন করা হয়।

সেশনটির মূল লক্ষ্য ছিল বয়ঃসন্ধিকালে স্বাস্থ্যবিধি এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে এসব বিষয়ের সঙ্গে জড়িত কুসংস্কার দূর করা, যেন একটি স্বাস্থ্যবান ও সুন্দর সমাজ গড়ে ওঠে।

ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির (৯-১৬ বছর বয়সী) শিক্ষার্থীদের জন্য আয়োজন করা এই সেশনটি মোট ৮৩ (৪৬ মেয়ে ও ৩৩ ছেলে) শিক্ষার্থী অংশ নিয়েছিলেন সেশনটিতে ।

‘জীবনের জন্য স্বাস্থ্যকর অভ্যাস: প্রয়োজনীয় পরিচ্ছন্নতার চর্চা নিয়ে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ পর্বে শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা অনুশীলন সম্পর্কিত তথ্য, জ্ঞান এবং ধারণা প্রদান করা হয়।  ‘অন্তর্ভুক্তিমূলক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ পর্বে  মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থী উভয়ের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনায় সামাজিক কুসংস্কার ও নানা বাধার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা হয়। সেশনে বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক, আইটিএন-বুয়েট এবং দিলরুবা ফারজানা, নির্বাহী প্রকৌশলী (এসআইআর), ডিপার্টমেন্ট অব পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং (ডিপিএইচই)।

আরও পড়ুন

×