ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফের জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর

ফের জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক  প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। গত ১৮ জানুয়ারি তাঁর প্রথম দফা দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শেষ কর্ম দিবস ছিল।

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং ১৯৮৯ সালে ৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স পাস করেন এবং ২০১৩ সালে তিনি অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান। ২০১৯ সালের নভেম্বরে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি দেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ।

আরও পড়ুন

×