পাঁচ দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামে ঢামেক শিক্ষার্থীরা, হল ছাড়েননি কেউ

ঢাকা মেডিকেল কলেজের সামনে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৩:৩৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানসহ পাঁচ দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে অধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর বলেন, আজ সাড়ে ১০টার সময় অধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়। তবে কলেজ প্রশাসন থেকে স্পষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি। তাই, আমরা হল ত্যাগ করছি না।
আবাসন সংকট সমাধানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, আগামীকাল সোমবার ১২ টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ও মন্ত্রণালয় টিম এসে ঝুঁকিপূর্ণ হলের অবস্থা পরিদর্শন করবেন। তা না হলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে বলে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুল আলম সমকালকে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানদের মতো। আমরা আশা করি, নিরাপত্তার স্বার্থে তারা হলে ছাড়বে, আমরা কার্যক্রম চালু করবো। আজ না হলেও কাল তাদের এটা বুঝাতে সক্ষম হবো।
- বিষয় :
- ঢামেক