ইউক্রেনে পোল্যান্ডের যুদ্ধবিমান পাঠাতে চাপ বাড়ছে

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ২২:৪৫ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ২২:৪৫
ইউক্রেনে পোল্যান্ডের যুদ্ধবিমান পাঠাতে বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। বিনিময়ে ওয়ারশতে ন্যাটোর বিমান সরবরাহ করতে বলছে তারা।
পোল্যান্ডে সোভিয়েত আমলের বিমান বিপুল সংখ্যক মজুদ রয়েছে। আর ইউক্রেনের পাইলটরা এসব যুদ্ধবিমান ওড়াতে পারদর্শী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এসব বিমান চেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ওয়ারশ এখনও কিইভে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়নি।
যুক্তরাষ্ট্রও বলেছে, ইউক্রেনে বিমান পাঠানো হবে কি হবে না, তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার পোল্যান্ডেরই।
বিশ্লেষকদের ধারণা, পোল্যান্ড এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষেপিয়ে তুলতে পারে এবং দুই দেশ যুদ্ধেও জড়িয়ে যেতে পারে।
এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক বিভাগের শীর্ষ আইনপ্রণেতা সেনেটর বব মেন্ডেজ যুক্তরাষ্ট্র সরকারের প্রতি পোল্যান্ড যদি কিইভে বিমান পাঠায় সে ক্ষেত্রে তাদের খালি হয়ে যাওয়া বহর ওয়াশিংটন থেকে অত্যাধুনিক বিমান পাঠিয়ে পূরণ করার আহ্বান জানিয়েছেন।
- বিষয় :
- ইউক্রেন
- পোল্যান্ড
- যুদ্ধবিমান
- বাইডেন প্রশাসন
- ন্যাটো