ইথিওপিয়ায় হামলা-পাল্টা হামলায় ৬৪ জন নিহত

ইথিওপিয়ার জাতিগত সহিংসতা কবলিত পশ্চিমাঞ্চল, ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৫:২৫ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৫:২৫
ইথিওপিয়ার জাতিগত সহিংসতা কবলিত পশ্চিমাঞ্চলে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। রোববার দেশটির সরকারের মানবাধিকার কমিশন এ তথ্য জানায়।
মানবাধিকার কমিশন জানিয়েছে, গত ২ মার্চ বেনিশাঙ্গুল-গামুজ অঞ্চলের মেটেকেল এলাকায় এ ঘটনা ঘটলেও তখন খবরটি প্রকাশিত হয়নি। খবর রয়টার্সের
একটি বেসামরিক বহরে হামলাটি হয়। এরপর বহরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের সঙ্গে হামলাকারীদের দিনভর বন্দুক লড়াই চলে। এতে ২০ সেনা, তিন বেসামরিক ও ৩০ জন হামলাকারী নিহত হন।
পরদিন ৩ মার্চ নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের আটক করে এনে সংক্ষিপ্ত বিচারের পর অনেককে হত্যা করে বলে জানায় মানবাধিকার গোষ্ঠীটি। একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এসব ঘটনায় এ দিন মোট ১১ জন নিহত হন।
গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়, তাতে সশস্ত্র ব্যক্তিদের লাঠির সাহায্যে এক ব্যক্তিকে মৃতদেহের জ্বলন্ত একটি স্তূপের মধ্যে ঠেলে দিতে দেখা যায়। ওই ব্যক্তি পালানোর চেষ্টা করার পর এ ঘটনা ঘটানো হয়। সশস্ত্র ব্যক্তিদের অনেক সামরিক বাহিনীর উর্দি পরা ছিলেন।
কমিশন জানিয়েছে, সরকারি সেনারা একটি বাস থামিয়ে সদ্য কারাগার থেকে ছাড়া পাওয়া ৮ তিগ্রায়ান বেসামরিককে নামিয়ে আনে, এরাই আগের দিনের হামলাটির পরিকল্পনা করেছে বলে অভিযোগ করে।