ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আলোচনা ব্যর্থ হওয়া মানেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: জেলেনস্কি

আলোচনা ব্যর্থ হওয়া মানেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ২৩:০০ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ২৩:১৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি বিশ্বাস করি, রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনায় ব্যর্থ হওয়ার পরিণতিতে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি, শুধু আলোচনার মাধ্যমেই এ যুদ্ধ শেষ করা সম্ভব।

তিনি বলেন,  আমি মনে করি, পুতিনের সঙ্গে আলোচনার জন্য যে কোনো সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে।

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাতে থাকা অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, যদি ইউক্রেন ন্যাটোর সদস্য হতো তবে ‘এ যুদ্ধ শুরু হতো না’। যদি ন্যাটোর সদস্যরা আমাদের এ জোটে নিতে চায় তবে যেন তারা দ্রুত ব্যবস্থা নেয়। কেননা, প্রতিদিন বহু মানুষ নিহত হচ্ছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। অপরদিকে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেনীয়রা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউক্রেনের ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৪৫৯ জন। যদিও সংখ্যাটি আরও বেশি হতে পারে। এ পর্যন্ত ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। আর ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন

×