রাশিয়ার ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল জাপান

জাপানের পাতাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ২১:৪৮ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ২২:২৯
রাশিয়ার চার কোম্পানি ও তিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর তাসের।
যে তিন রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন— আলেকজান্ডার গেয়েভয়, আলেকজান্ডার চাসোভনিকভ এবং রোমান আলার।
নিষেধাজ্ঞার কবলে পড়া চার প্রতিষ্ঠান হলো— আপ্পোলুন, আরকেব্রিজ, ঝিল-এম ও পারসেক।
এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন উত্তর কোরিয়ার ছয় নাগরিকও, যারা চীন ও রাশিয়ায় বসবাস করছেন। এ নিষেধাজ্ঞার আওতায় নানা বিধিনিষেধের কবলে পড়বেন তারা। এ ছাড়া জাপানে ওই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রও রাশিয়ার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ওয়াশিংটনের অভিযোগ, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে জড়িত।
সম্প্রতি উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নতুন ধরনের একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দেওয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা।