ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইউক্রেনের বুচায় ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

ইউক্রেনের বুচায় ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ০০:০৬ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ০০:০৬

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস বলেছে, ইউক্রেনের বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবর শনাক্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার স্যাটেলাইট চিত্র প্রকাশ করে এমন দাবি করেছে মাক্সার। খবর রয়টার্সের।

গত শনিবার রয়টার্সের সাংবাদিকেরা বুচা শহর পরিদর্শন করেছেন। তারা বলেন, একটি গির্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনো উন্মুক্ত অবস্থায় আছে। সেখানে দেখা গেছে, লাল কাদামাটি ভেদ করে মানুষের হাত-পা বের হয়ে আছে।

রয়টার্স বলছে, মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। শনিবার রয়টার্সের সাংবাদিকেরা যে গির্জা পরিদর্শন করেছেন, সেটি আর মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জাটি একই কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×