রাশিয়ার বিরুদ্ধে ভারত, বুচা গণহত্যার স্বাধীন তদন্তে সমর্থন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ২২:৩৩ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ২২:৩৫
ইউক্রেনের বুচা শহরে সাধারণ জনগণকে নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। একইসঙ্গে বুচা গণহত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বানেও সমর্থন জানিয়েছে দেশটি।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বুচা গণহত্যা প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি টিএস তিরুমূর্তি। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলো ভারত। এছাড়াও ইউক্রেনে রুশ আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুচা গণহত্যাকে নিন্দনীয় আখ্যা দিয়ে তিরুমূর্তি বলেন, বুচায় সাধারণ নাগরিককে হত্যার সাম্প্রতিক ঘটনা গভীর ভাবে উদ্বেগজনক। আমরা স্পষ্টভাবেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে স্বাধীন তদন্তের আহ্বানকেও সমর্থন জানাচ্ছি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর থেকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়ান বাহিনী। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত।
আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের জোটনিরপেক্ষ কৌশল অনুসরণ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। কিয়েভ-মস্কো সংঘাত নিয়েও প্রথম থেকেই নিরপেক্ষ থেকেছে ভারত। যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে ওষুধ ও খাদ্য সাহায্য পাঠালেও জনসমক্ষে রাশিয়ার সমালোচনা থেকে বিরত থেকেছে তারা। তবে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে এই প্রথম অবস্থান বদলাতে দেখা গেল ভারতকে।