ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইমরান খানের পতন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন জন কিরবি

ইমরান খানের পতন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন জন কিরবি

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২ | ১০:৩০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ | ১০:৩০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পতনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়। খবর ডনের।

ইমরান খানের পতনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে কিরবি বলেন, আমি মনে করি, আপনি বুঝতে পারবেন, আমরা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করব না।

ব্রিফিংয়ে তিনি বলেন, পাকিস্তানের ‘সশস্ত্র বাহিনীর সঙ্গে আমাদের বাহিনীর সুসম্পর্ক রয়েছে’। আমাদের প্রত্যাশা এ সম্পর্ক আমরা বজায় রাখতে পারব।

কিরবি বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ‘বিশ্বের ওই অংশে’ পাকিস্তানের সঙ্গে স্বার্থ ভাগ করে নিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বলেন, আমরা স্বীকার করি, ওই অঞ্চলে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা স্বীকার করি, পাকিস্তান ও পাকিস্তানের জনগণ দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ভুক্তভোগী।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, গণতান্ত্রিক পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েন চলছিল। ইমরান খান তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পরে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।

আরও পড়ুন

×