ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বুচা শহরে ৪ শতাধিক মরদেহের সন্ধান, এক গণকবরেই একশ'র বেশি

বুচা শহরে ৪ শতাধিক মরদেহের সন্ধান, এক গণকবরেই একশ'র বেশি

বুচা শহরে কবর খুঁড়ে মৃতদেহ বের করা হচ্ছে। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২ | ১০:৫০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ | ১০:৫০

ইউক্রেনের বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক বলছেন, রুশ দখলদারির সময় নিহত হওয়া লোকদের মরদেহ সংগ্রহ করা বা মাটি খুঁড়ে বের করার কাজ এখন প্রায় শেষ হবার পথে। এ পর্যন্ত ৪১২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি গণকবরেই একশ'র বেশি মরদেহ পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, সেখানে আগুনে পোড়া কিছু বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। তবে মরদেহগুলো শনাক্ত করাটাই এখন প্রধান কাজ। খবর বিবিসির। 

অন্যদিকে রাজধানী কিয়েভের উত্তরপূর্বে চেরনিহিভ শহরের কর্তৃপক্ষ বলছে, শহরটি রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ হবার পরের কয়েক সপ্তাহে সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

চেরনিহিভের সিটি কাউন্সিলের সচিব ওলেক্সান্দর লোমাকো বলেন, রুশরা এখান থেকে চলে যাবার তিন সপ্তাহ পরও এখনও নতুন কবর খোঁড়া হচ্ছে।

আরও পড়ুন

×