ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খেরসনে ‘সাজানো গণভোট’ আয়োজনের পরিকল্পনা করছে রাশিয়া: যুক্তরাজ্য

খেরসনে ‘সাজানো গণভোট’ আয়োজনের পরিকল্পনা করছে রাশিয়া: যুক্তরাজ্য

এর আগে ক্রিমিয়ায়ও এ ধরনের কৌশল কাজে লাগিয়েছিল মস্কো। ছবি: ইপিএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ২৩:১৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ২৩:১৫

ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর খেরসনে মস্কো ‘সাজানো গণভোট’ আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসনে ‘সাজানো গণভোট’ আয়োজনের পরিকল্পনা করছে। যেন তারা তাদের দখলদারিত্বকে ন্যায্যতা দিতে পারে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে বলা হয়, স্থলপথে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সরাসরি সংযোগ তৈরির পরিকল্পনায় খেরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নিয়েছিল রাশিয়া। 

এর আগে ক্রিমিয়া দখলের পরও রাশিয়া এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে খেরসনই একমাত্র গুরুত্বপূর্ণ শহর যা দখলে নিতে সক্ষম হয় রাশিয়া। তবে এ শহরের কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনীয়রা। এ ছাড়া এ অঞ্চলজুড়ে লড়াই চলছে।

আরও পড়ুন

×