জাপোরিঝঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ০৮:১৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ১৪:২১
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় থেকে বলা হয়, এ হামলায় ব্যবহার করা হয়েছে কালিব্র ক্ষেপণাস্ত্র।
মস্কো জানায়, কিয়েভকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দেওয়া অস্ত্র ছিল ওই গুদামটিতে।
এ ছাড়া গত রাতে রাশিয়া বিমান বাহিনী ৫৯টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানানো হয়।
রাশিয়ার এ দাবি সম্পর্কে কিয়েভ কোনো মন্তব্য করেনি।
আলজাজিরা মস্কোর দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। রাশিয়া এ পদেক্ষেপের তীব্র বিরোধীতা করলেও পশ্চিমা দেশগুলো কিয়েভকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।