ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০২১ সালে ইউরোপ যেতে নিখোঁজ ৩০০০ মানুষ: জাতিসংঘ

২০২১ সালে ইউরোপ যেতে নিখোঁজ ৩০০০ মানুষ: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ১০:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ১০:৫৭

সমুদ্রপথে ইউরোপ পৌঁছতে গিয়ে ২০২১ সালে তিন হাজারেরও বেশি মানুষ মৃত অথবা নিখোঁজ হয়েছেন। এ সংখ্যাটি ২০২০ সালের তুলনায় দ্বিগুণ। শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আটলান্টিক ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টায় ২০২০ সালে এক হাজার ৫৪৪ জন নিহত কিংবা নিখোঁজ হয়েছিলেন। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭ জনে। খবর এএফপির।

ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্তু বলেন, এ বছরের প্রথমেই ৪৭৮ জন সমুদ্রে প্রাণ হারিয়েছেন। গত বছর ইউরোপ যাওয়ার পথে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ভূমধ্যসাগরের মধ্য ও পশ্চিমাঞ্চলীয় রুটগুলোতে। এই দুই রুটেই এক হাজার ৯২৪ জন মারা গেছেন। অন্যদিকে উত্তর আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মারা গেছেন এক হাজার ১৫৩ জন।

আরও পড়ুন

×