ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগে ব্রিটিশ এমপি সাসপেন্ড

পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগে ব্রিটিশ এমপি সাসপেন্ড

ব্রিটিশ পার্লামেন্ট- সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ১১:০৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১১:০৯

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তাদের এক এমপিকে পার্লামেন্টে বসে ফোনে পর্নোগ্রাফি দেখার অভিযোগে সাসপেন্ড করেছে। স্থানীয় সময় শুক্রবার হাউস অব কমন্সের ওই সদস্যের হুইপ পদ সাসপেন্ড করা হয়। খবর এনডিটিভির।

অভিযুক্তের নাম নিল প্যারিস (৬৫)। তিনি টিভারটন ও হোনিটনের সংসদ সদস্য। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর তার নাম প্রকাশ্যে আসে। পার্লামেন্টের একটি বৈঠকে নারী সংসদ সদস্যরা নিজেদের যৌনতা ও হয়রানিবিষয়ক অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় প্রথম এই অভিযোগ তোলেন।

এক নারী মন্ত্রী অভিযোগ করেন, প্যারিসের পেছনে বসার সময় তিনি তাকে পর্নোগ্রাফি দেখতে দেখেছিলেন। গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

চিফ হুইপ ক্রিস হিটন-হ্যারিসের একজন মুখপাত্র বলেন, ‘প্যারিস বিষয়টি হাউস অব কমন্সের স্ট্যান্ডার্স কমিটিকে জানিয়েছেন। ঘটনা তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তার হুইফের পদ স্থগিত থাকবে।’

আরও পড়ুন

×