ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২৩:১৭
ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ঘোষিত নতুন এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইরানের তেল পাচারে সহায়তা করার অভিযোগে ইরাকি ব্যবসায়ী সালিম আহমেদ সাঈদ এবং তাঁর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরান শান্তির পথ নিতে পারত; কিন্তু তারা উগ্র পন্থা বেছে নিয়েছে। তাই তেহরানের অর্থনৈতিক উৎসগুলোকে আমরা নিশানা করব।
যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, চীন চাইলে ইরানের তেল কিনতে পারবে। এতে তখন অনেকেই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হবে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়ের’ দাবি করায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন ট্রাম্প।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমান ও কাতারের মাধ্যমে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, ‘কূটনীতি যেন প্রতারণার হাতিয়ার না হয়।’
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ বলেছেন, ‘ইরান যেন আর কখনও ইসরায়েলকে হুমকি দিতে না পারে, তা নিশ্চিত করাই এখন তাদের লক্ষ্য।’
বৃহস্পতিবার নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। তেহরানসহ বেশির ভাগ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। ইসফাহান ও তাবরিজের ফ্লাইট পরবর্তী প্রস্তুতি অনুযায়ী চালু হবে বলে জানিয়েছে তারা।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র