৯৩ শিশু সেনাকে অব্যাহতি জান্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২৩:০৮
জাতিসংঘের গত মাসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা জানিয়েছে, তারা ইতোমধ্যেই সেনাবাহিনী থেকে ৯৩ অপ্রাপ্তবয়স্ককে অব্যাহতি দিয়েছে।
জাতিসংঘের ওই প্রতিবেদনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সামরিক বাহিনী ও তার মিত্রদের বিরুদ্ধে ৪০০-এর বেশি শিশুকে সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ওই অপ্রাপ্তবয়স্কদের অনেককে যুদ্ধে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় নিজেদের মুখপাত্র সংবাদপত্রে বিরল এক স্বীকারোক্তিতে জান্তা জানায়, তারা গত বছর একটি যাচাই-বাছাই প্রক্রিয়া চালিয়েছিল, যার ফলশ্রুতিতে যাচাইকৃত ৯৩ অপ্রাপ্তবয়স্ককে সামরিক বাহিনী থেকে অব্যাহতি এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এখন শুধু সন্দেহভাজন ১৮ অপ্রাপ্তবয়স্কের মামলা যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। সরকার পরিচালিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। রয়টার্স।
- বিষয় :
- মিয়ানমার