মহামারি কেটে গেলেই ভারতে সিএএ কার্যকর করা হবে: অমিত শাহ

অমিত শাহ
কলকাতা সংবাদদাতা
প্রকাশ: ০৫ মে ২০২২ | ১০:২৪ | আপডেট: ০৫ মে ২০২২ | ১০:২৪
মহামারি করোনার প্রকোপ কেটে গেলেই ভারতে নাগরিকত্ব আইন কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এসে শিলিগুড়ির জনসভা থেকে বৃহস্পতিবার ফের এমন ঘোষণা দিলেন তিনি।
অমিত শাহ বলেন, তৃণমূল কংগ্রেস সিএএ-এর বিরোধিতা করছে। ওরা বলছে, সিএএ নাকি কোনোদিন বাস্তবের মাটিতে জারি হবে না। কিন্তু আমি পরিষ্কার করে বলে দিতে চাই, করোনার প্রকোপ কেটে গেলেই ভারতে সিএএ জারি হবে, আমরা আমাদের ভাইদের নাগরিকত্ব দেব।
তিনি বলেন, মমতাদি চান অনুপ্রবেশকারী থাকুক কিন্তু শরণার্থীরা যারা এসেছেন তারা নাগরিকত্ব না পাক। সিএএ বাস্তবে ছিল আছে থাকবে। মমতাদি আপনি কিছুই করতে পারবেন না। তৃণমূল যতদিন মানুষের ওপর অত্যাচার বন্ধ না করবে ততদিন বিজেপির লড়াই জারি থাকবে।
পশ্চিমবঙ্গে সফরের প্রথমদিনে ব্যস্ত সময় পার করেছেন অমিত শাহ। বেশ কিছু অনুষ্ঠানে তিনি অংশ নেন। সফরের দ্বিতীয় দিনে কোচবিহার জেলার ছিটমহল পুনর্বাসন কেন্দ্র তিনবিঘা করিডোর সফরে যাবেন তিনি। সেখান থেকে ফিরে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
আরও পড়ুন>> সীমান্তে বিএসএফ রয়েছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি: অমিত শাহ
- বিষয় :
- করোনা মহামারি
- নাগরিকত্ব আইন
- অমিত শাহ