অন্য খবর
বিশ্বসেরা স্কাই ব্রিজ

সমকাল ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ১৫ মে ২০২২ | ২৩:৪২
চেক প্রজাতন্ত্রে পর্বতের এক চূড়ার সঙ্গে আরেক চূড়াকে যুক্ত করেছে একটি ঝুলন্ত সেতু। শুক্রবার এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এটিই বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর নাম দেওয়া হয়েছে 'স্কাই ব্রিজ ৭২১'। এটির নির্মাণকাজ চলে চার বছর ধরে। খরচ হয়েছে ৮৪ লাখ মার্কিন ডলার। রাজধানী প্রাগ থেকে গাড়িতে সেতুটিতে যেতে লাগবে প্রায় আড়াই ঘণ্টা। সেতুর উচ্চতা মাটি থেকে ৯৫ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ১১৬ মিটার। সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ৭২১ মিটার, প্রস্থ ১ দশমিক ২ মিটার। সেখানে চেক প্রজাতন্ত্রের ইতিহাস জানারও ব্যবস্থা রয়েছে।
স্কাই ব্রিজের অবস্থান একটি অবকাশযাপন কেন্দ্রে। শিশু থেকে প্রবীণ- সব বয়সের মানুষই সেতুটির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ পাবে। তবে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ও শিশুদের বহনকারী পুশচেয়ার নিয়ে কেউ সেটিতে উঠতে পারবে না। সেতুতে ঘুরতে চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ১৪.৬ ডলার। এত দিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু ছিল নেপালের 'বাগলুং পর্বত ফুটব্রিজ'। সেটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব স্কাই ব্রিজের চেয়ে ১৫৪ মিটার কম। সূত্র :টাইমস নাউ নিউজ।
- বিষয় :
- স্কাই ব্রিজ
- চেক প্রজাতন্ত্র
- ঝুলন্ত সেতু