ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউক্রেনকে উন্নত রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে উন্নত রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা বাইডেনের

ছবি: বিবিসি অনলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২২ | ২৩:৪০ | আপডেট: ৩১ মে ২০২২ | ২৩:৪০

ইউক্রেনের সুরক্ষায় সাহায্য করতে দেশটিকে অধিক উন্নত রকেট ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। 

এই ধরনের অস্ত্র অনেকদিন ধরেই ইউক্রেন চাচ্ছিল। এটি অনেক দূর থেকে শত্রুপক্ষের সেনাদের ওপর খুব সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সাহায্য করবে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। 

বুধবারের আগ পর্যন্ত এই সংক্রান্ত ইউক্রেনের অনুরোধে সাড়া দিচ্ছিল না যুক্তরাষ্ট্র। তাদের ভয় ছিল, এই অস্ত্র পেয়ে তা রাশিয়ার ভূমিতে আক্রমণে ব্যবহার করতে পারে ইউক্রেন। কিন্তু বুধবার বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই বিধ্বংসী অস্ত্র সহায়তা রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে দর কষাকষিতে কিয়েভের অবস্থানকে শক্তিশালী করবে এবং তা এই সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করবে।  

নিউ ইয়র্ক টাইমসে লেখা এক অতিথি নিবন্ধে জো বাইডেন বলেন, এসব কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা ইউক্রেনীয়দের অধিক উন্নত রকেট ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র দেবো যা তাদেরকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রধান লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম করে তুলবে।  

এদিকে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে দেওয়া নতুন এই অস্ত্র সহায়তায় এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) অন্তর্ভুক্ত থাকছে। তবে ইউক্রেনকে ঠিক কয়টি এই রকেট ব্যবস্থা দেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। 

এই রকেট ৭০ কিলোমিটার দূরের একাধিক নির্ভুল নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ইউক্রেনের কাছে বর্তমানে যে কামান আছে, দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষমতার বিচারে সেগুলো থেকে এই রকেট ব্যবস্থা অনেক উন্নত। এমনকি রাশিয়ার কাছে এই ধরনের যে অস্ত্র আছে সে তুলনায়ও এটি অধিক নির্ভুল বলে ধারণা করা হয়।

আরও পড়ুন

×