তিউনিসিয়ায় চলছে নতুন সংবিধানের ওপর গণভোট

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০২:১৮ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০২:২২
তিউনিসিয়ায় নতুন সংবিধানের ওপর গণভোট শুরু হয়েছে। যা অনুমোদন পেলে রাষ্ট্রপতি কায়েস সাঈদ দেশটির সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবেন।
সোমবার স্থানীয় সময় সকাল ছয়টায় ভোটগ্রহণ শুরু হয় দেশের ১১ হাজার ভোটকেন্দ্রে। চলবে রাত ১০টা পর্যন্ত। খবর আলজাজিরা ও মিডল ইস্ট আইয়ের।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালে ফল ঘোষণা করা হতে পারে।
তবে অনেকের ধারণা, ভোটার উপস্থিতি খুব বেশি হবে না।
এমন দিনে ভোট অনুষ্ঠিত হচ্ছে যার ঠিক এক বছর আগে এই দিনে তিনি দেশটির সরকারকে বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন।
ক্ষমতা দখলের পর থেকেই তিনি দেশ শাসন করছেন ডিক্রি জারি করে। একে সমালোচকরা ২০১১ সালের পর থেকে গণতান্ত্রিক অর্জনের বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছেন।
যদিও সাঈদ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক অচলাবস্থার ইতি ঘটানো এবং দুর্নীতি বন্ধের জন্য ক্ষমতা দখল ছিল প্রয়োজনীয় পদক্ষেপ।
গণভোটের ফল নির্ধারণ করবে তিউনিসিয়া একটি হাইব্রিড পার্লামেন্ট সিস্টেম থেকে রাষ্ট্রপতি পদ্ধতিতে পরিবর্তিত হবে কিনা।
নতুন সংবিধান সাঈদকে ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত ডিক্রির মাধ্যমে দেশ শাসন করার বিষয়ে অনুমতি দেবে।
এর আগের সংবিধান অনুমোদন পেয়েছিল ২০১৪ সালে। সেখানে রাষ্ট্রপতি, সরকার ও পার্লামেন্টের ক্ষমতা আলাদা করা হয়েছিল।
- বিষয় :
- তিউনিসিয়া
- গণভোট
- ক্ষমতা বৃদ্ধি
- নতুন সংবিধান
- সরকার