কাবুলে মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ২২:২৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ২২:৩২
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর বিবিসির।
এনজিও ইমার্জেন্সি জানায়, সন্ধ্যার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ডজনখানেক।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শহরের উত্তর-পশ্চিম এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে সিদ্দিকী মসজিদের ইমামও রয়েছেন।
এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানায়, অন্তত ২০ জন নিহত হয়েছেন বিস্ফোরণে। আহত হয়েছেন আরও ৪০ জন।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিস্ফোরণে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কতজন মারা গেছেন তা নির্দিষ্ট করে বলেননি।
টুইটারে তিনি লেখেন, বেসামরিক নাগরিকদের হত্যাকারী এবং অপরাধীরা দ্রুত তাদের অপরাধের জন্য শাস্তি পাবে।
- বিষয় :
- আফগানিস্তান
- কাবুল
- বিস্ফোরণ
- মসজিদ
- নিহত