নতুন উপাধি পেলেন উইলিয়াম ও কেট

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০৭ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০৭
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস নিয়ম অনুযায়ী 'রাজা তৃতীয় চার্লস' উপাধি নিয়ে সিংহাসনে বসেছেন। সে হিসাবে রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন এবং প্রিন্স অব ওয়েলস বা 'ডিউক অব কর্নওয়াল' উপাধি পেয়েছেন। অন্যদিকে তাঁর স্ত্রী কেট মিডলটন, যিনি আগে 'ডাচেস অব কেমব্রিজ' ছিলেন, তিনি উত্তরাধিকার সূত্রে 'ডাচেস অব কর্নওয়াল' উপাধি গ্রহণ করেছেন।
এরই মধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট তাঁদের নতুন উপাধি কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস গ্রহণ করেছেন। পরিবর্তন এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁদের নামেও। শুক্রবার তাঁদের টুইটার অ্যাকাউন্ট দেখা যায় কর্নওয়াল এবং কেমব্রিজের ডিউক ও ডাচেস নামে। প্রিন্স অব ওয়েলস পদটি রাজসিংহাসনের উত্তরসূরির জন্যই রাখা হয়। যিনি রাজা বা রানীর অবর্তমানে সিংহাসনে আরোহণ করেন।
উইলিয়ামকে কিছু ক্ষেত্রে প্রিন্স অব ওয়েলস উপাধি দেওয়া হবে, যা ঐতিহ্যগতভাবে সিংহাসনের পুরুষ উত্তরাধিকারীর জন্য ব্যবহৃত হয়।
রানী দ্বিতীয় এলিজাবেথের চার সন্তানের মধ্যে বড় তৃতীয় চার্লস, এরপর প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। রানীর নাতি-নাতনির সংখ্যা ৮। সেই সঙ্গে ১২ জন প্রপৌত্র ও পৌত্রী রয়েছে।