ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গণভোটের ঘোষণা তিন অঞ্চলে

গণভোটের ঘোষণা তিন অঞ্চলে

ছবি: রয়টার্স

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ২১:৪৯

রাশিয়ার সঙ্গে একীভূত হতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশে গণভোটের ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে এই গণভোট অনুষ্ঠিত হতে পারে। এসব প্রদেশে রাশিয়া নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। গণভোট আয়োজনের বিষয়ে গতকাল মঙ্গলবার একটি আইন পাস করেছে লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)। খবর আলজাজিরা ও তাস নিউজের।

দোনেৎস্কের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ডেনিস পুশিলিন বলেছেন, এখানকার মানুষ গণভোটের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এই রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

গণভোট নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, ওই সব অঞ্চলের জনগণই তাঁদের ভাগ্য নির্ধারণ করবে। এটি তাঁদের নিজস্ব বিষয়। তবে তাঁদের ভাগ্য তাঁদেরই নির্ধারণ করা উচিত।

এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে ভোট দিলে দোনবাস অঞ্চলে পুরো সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ হবে মস্কোর।

রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করা অপরাধ উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ওই সব অঞ্চলে ভোট হলে তা হবে ঐতিহাসিক ন্যায়বিচার। কিন্তু গণভোটকে ভয় পায় কিয়েভ।

দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে ক্রেমলিনের অনুগত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৪ সাল থেকে শিল্পাঞ্চল দোনবাসের বড় অংশই মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে রাশিয়ার সেনাদের হটিয়ে পূর্বাঞ্চলীয় লুহানস্কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। দেশটির প্রাদেশিক গভর্নর সের্হি হাইদাই জানিয়েছেন, এরই মধ্যে বিলোহোরিভকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে। এখন গোটা লুহানস্ক প্রদেশই পুনরুদ্ধারে প্রস্তুত ইউক্রেনীয় বাহিনী। প্রতি সেন্টিমিটার ভূমির জন্য লড়াই হবে।

রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করে নিয়ন্ত্রণে নেওয়া ইজিয়ামে গণকবরের সন্ধান পাওয়ার বিষয়ে কিয়েভের দাবি অস্বীকার করেছে মস্কো। রুশ সেনারা গণহত্যা করে মরদেহ গণকবরে পুঁতে রাখার দাবিকে মিথ্যাচার বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ইজিয়াম পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর গত সপ্তাহে সেখানকার বনাঞ্চলে প্রায় সাড়ে চারশ মরদেহ পাওয়ার কথা জানায় ইউক্রেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনে পাওয়া গণকবর দেশটিতে চালানো রাশিয়ার যুদ্ধাপরাধেরই প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য মস্কোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থানকালে মঙ্গলবার তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেন। এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন তিনি।

এদিকে রাশিয়া ও ইউক্রেন ২০০ বন্দিবিনিময়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। গত সোমবার মার্কিন পিবিএস টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। গত সপ্তাহে উজবেকিস্তানে আঞ্চলিক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান এই ঘোষণা দিলেন। বৈঠকের বিষয়ে এরদোয়ান বলেন, পুতিনের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে চান।

ইউক্রেনে হামলা অব্যাহত রাখলেও পুতিন বলেছেন, তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের চলমান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন। আঞ্চলিক বিরোধের সমাধানের জন্য দু'পক্ষকে সংযত থেকে আলোচনার আহ্বানও জানান পুতিন।

আরও পড়ুন

×