ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুখ ঢাকলে সুইজারল্যান্ডে ১০০০ ডলার জরিমানার খসড়া আইন

মুখ ঢাকলে সুইজারল্যান্ডে ১০০০ ডলার জরিমানার খসড়া আইন

এই নিষেধাজ্ঞা নিয়ে সমালোচনাও হয়েছে। ছবি- এএফপি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০৮:৫২ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০৮:৫২

সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ। এই আইন ভাঙলে এক হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি খসড়া আইন দেশটির সংসদে তোলা হয়েছে। খবর আল-জাজিরার। 

মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার বিষয়ে গত বছরের গণভোটের ধারাবাহিকতায় গতকাল বুধবার এই খসড়া আইন সংসদে পাঠানো হয়।

মুখ ঢেকে রাখা নিষিদ্ধের বিষয়টি ‘বোরকা নিষিদ্ধ’ হিসেবেও পরিচিত। ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে দেশটিতে গত বছর মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হয়। তবে একই সঙ্গে এ নিয়ে সমালোচনাও হয়েছে।  

জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মুখ ঢেকে রাখার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বলে এক বিবৃতিতে বলা হয়েছে। তবে চলমান করোনা পরিস্থিতিতে দেশটিতে মাস্ক পরতে কোনো বাধা নেই।

আরও পড়ুন

×