তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ০৯:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ০৯:৪২
তুরস্কের বার্তিন প্রদেশের রাষ্ট্রায়ত্ত কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ এ দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া খনি থেকে আরও ৫৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তবে একজনের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এদিকে বিস্ফোরণের কারণ উদঘাটনে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে। তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এক টুইট বার্তায় বলেছেন, 'আমাদের আশা, প্রাণহানি আর বাড়বে না। অন্য খনি শ্রমিকদের জীবিত উদ্ধার করা যাবে। পাশাপাশি দুর্ঘটনার বিচারিক তদন্ত করা হবে।'