ইউক্রেন 'ডার্টি বোমা' ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে জাতিসংঘে রাশিয়ার চিঠি

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ | ২২:০৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ | ২২:১৪
ইউক্রেন পারমাণবিক উপাদানসমৃদ্ধ 'ডার্টি বোমা' ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলেই ক্ষান্ত হয়নি রাশিয়া। গতকাল মঙ্গলবার দেশটি অভিযোগ দিয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, যা গতকাল বৈঠকে উত্থাপন করা হয়।
জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ওই চিঠিতে উল্লেখ করেন, কিয়েভের 'ডার্টি বোমা'র ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাস হিসেবে বিবেচনা করছে মস্কো। একইসঙ্গে ইউক্রেনে পশ্চিমা বিশ্বের প্রভাব বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বিপজ্জনক পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বানও জানান তিনি। খবর বিবিসি ও সিএনএনের।
মস্কোর অভিযোগের পর তা প্রত্যাখ্যান করে জাতিসংঘকে ইউক্রেনে গিয়ে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কিয়েভের অনুরোধে তারা শিগগিরই দুটি ইউক্রেনীয় এলাকায় পরিদর্শক পাঠাবে।
অবশ্য রাশিয়ার এমন অভিযোগের পেছনে নিজেদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা বলে মনে করছেন বিশ্নেষকরা।
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছেন। আর দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ার মেলিটোপোল শহরে বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।
এদিকে, ছয় মাস ধরে বিশুদ্ধ পানি পাচ্ছে না ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইভের বাসিন্দারা। ইউক্রেনে ধ্বংসের মাত্রা বিস্ময়কর উল্লেখ করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বিশ্বকে দেশটি পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বার্লিনে অনুষ্ঠিত ইউক্রেন পুনর্গঠন নিয়ে এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ওই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নিয়েছেন।
অপরদিকে, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা রুখতে স্টোরেজ থেকে পুরোনো হাউক বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র, এমন তথ্যই জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। রাশিয়ার আগ্রাসনের শুরুর পর প্রথমবার ইউক্রেন সফরে গেলেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেছিলেন, ইউক্রেনের প্রতি আমার বার্তা, আপনারা জার্মানির ওপর আস্থা রাখুন।