সাগরে ভাসছিল ২০ বাংলাদেশি জেলে, উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ড

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:৫১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:৫২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রভাবে নৌকাডুবির ঘটনায় সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার ভারতীয় কোস্ট গার্ডের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার বিবেক শর্মা সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘূর্ণিঝড়ের পরে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছে ডর্নিয়ার বিমানে রুটিন টহল চালাচ্ছিল ভারতীয় কোস্ট গার্ড। এসময় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ৯০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া ট্রলারের ভাঙ্গা অংশ ধরে ভাসমান অবস্থায় কয়েকজন মানুষ ভাসতে দেখেন তারা। পরে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে রেডিও সিগন্যাল পাঠিয়ে আশেপাশের থাকা জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করে।
এসময় দ্রুত সাড়া দেয় মালয়েশিয়ার কালাং বন্দর থেকে কলকাতার উদ্দেশে আসা নানতা ভূম নামে একটি পন্যবাহী জাহাজ। পরে জাহাজটি ঘটনাস্থলে পৌঁছে ২০ জেলেকে উদ্ধার করে। এরপর কোস্ট গার্ডের জাহাজ এইসিজি বিজয় পাঠিয়ে জেলেদের নিজ হেফাজতে নেয় বাহিনীর সদস্যরা।
বিবেক শর্মা আরও জানান, আপাতত এসব জেলের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। বাংলাদেশ কোস্ট গার্ড তাদের পরিচয় নিশ্চিত করলে দুই দেশের কোস্ট গার্ডের চুক্তি অনুযায়ী যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে দেওয়া হবে।
এদিকে বুধবার দুপুরে ভারতীয় কোস্ট গার্ড এক টুইট বার্তায় জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর ভারতীয় কোস্ট গার্ড তার দ্রুত সমন্বিত অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে। বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে এসব জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।