ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইসরায়েলে চার বছরে পাঁচবার ভোট

নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার আশা

নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার আশা

বেঞ্জামিন নেতানিয়াহু

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০০:৪৫

ইসরায়েলে ২০১৯ সালের পর গতকাল মঙ্গলবার পাঁচবার ভোট অনুষ্ঠিত হলো। এ নির্বাচনের মাধ্যমে চার বছরের কিছু কম সময় ধরে চলে আসা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসন হবে বলে মনে করছেন দেশটির নাগরিকরা। এ নির্বাচনে অংশ নিয়েছে ৩৯টি রাজনৈতিক দল। নেসেটের ১২০ আসন দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়ার আশা করছে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ১০টায়। রাজনৈতিক অবস্থার পরিবর্তনে ভোট অনুষ্ঠিত হলেও ইসরায়েলিদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। একই সঙ্গে বেড়ে চলেছে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা। ইহুদি রাষ্ট্রটির জন্য কেন্দ্রীয় হুমকি হিসেবে দাঁড়িয়েছে ইরানও।

এ পরিস্থিতিতে নেতানিয়াহুর জোট জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপ অনুসারে, ১২০ আসনের পার্লামেন্টে ৬০টির বেশি আসন পেতে পারে নেতানিয়াহুর জোট। যদিও ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। লিকুদ ছাড়াও এ জোটে রয়েছে কট্টরপন্থী শাসক ও ইউনাইটেড তোরাহ জুদায়িজম। খবর আলজাজিরার।

আরও পড়ুন

×