মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে ৮০ রোহিঙ্গা আটক

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ২৩:১০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ২৩:১০
নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার পথে ৮০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। মানব পাচারকারীদের মাধ্যমে তারা দেশ ছাড়তে চেয়েছিল।
শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সোম রাজ্যের থানবিউজায়াত শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। খবর এএফপির।
দেশটির একটি নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, আটক রোহিঙ্গা মুসলিমদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাচারকারীরা ফেলে যাওয়ার পর তারা একটি রাবার বাগানের কাছে অবস্থান করছিল। তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পথিমধ্যে তাদের ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ব্যাপকভাবে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়। এ কারণে তাঁরা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব, স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত।
- বিষয় :
- মালয়েশিয়া
- রোহিঙ্গা
- মানব পাচার
- রোহিঙ্গা আটক