ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৪০ বছর পর হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

৪০ বছর পর হাওয়াই দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ০১:৪৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০১:৫০

প্রায় ৪০ বছর পর হাওয়াই দ্বীপে পৃথিবীর সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি মাওনা লোয়ার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এখন পর্যন্ত আগ্নেয়গিরির জ্বালামুখের আশেপাশে লাভা প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। খবর সিএনএনের।

মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।

প্রতিবেদন অনুসারে, সাগরপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬৭৯ ফুট উঁচু ও প্রায় ৫ হাজার ১৭৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে মাওনা লোয়া অগ্নিগিরি হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেক।

গত রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় অগ্ন্যুৎপাত শুরু হয়।

ইউএসজিএসের তথ্য মতে, ১৮৪৩ সালের পর মাওনা লোয়ায় ৩৩ বার অগ্ন্যুৎপাত হয়েছে। ১৯৮৪ সালে এর সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল।

আরও পড়ুন

×