মিয়ানমারে দুই হাজার গণতন্ত্রপন্থি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ | ২২:২৭
জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মিয়ানমারে কমপক্ষে ২ হাজার গণতন্ত্রপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত সভাপতি ডুয়া লাশি লা এই দাবি করেন। এ পরিস্থিতিতে মিত্রদের কাছে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং অন্যান্য প্রশাসনের সমন্বয়ে গঠিত হয় এনইউজি। এটি মিয়ানমারের সামরিক সরকারবিরোধী ছায়া সরকার বলেও পরিচিত। মূলত এই ছায়া সরকারের অধীনেই জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা।
ডুয়া লাশি লা মিয়ানমারের অজ্ঞাত স্থান থেকে রয়টার্স নেক্সট সম্মেলনে কথা বলেন।
তিনি বলেন, আমি কখন আমার জীবন হারাব জানি না। সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। দেশের জন্য যে কোনো কিছু ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি। প্রতিরোধ যোদ্ধারা প্রায় ২০ হাজার সেনাকেও হত্যা করেছে বলে দাবি করেছেন তিনি।
ডুয়া লাশি লা মিয়ানমারের একজন প্রাক্তন শিক্ষক ও আইনজীবী। সামরিক অভ্যুত্থানের পর উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে তিনি তাঁর বাড়ি থেকে পরিবারের সঙ্গে পালিয়ে যান।