ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাংবাদিক শিরিন হত্যা: ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা আলজাজিরার

সাংবাদিক শিরিন হত্যা: ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা আলজাজিরার

সাংবাদিক শিরিন আবু আকলেহ- সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ১১:০৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ | ১১:০৮

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ (৫১) হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে আলজাজিরা। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় আলজাজিরা মামলা দায়েরের এই তথ্য নিশ্চিত করেছে।

গত মে মাসে পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানের সময় গুলিতে মারা যান আলজাজিরার সাংবাদিক শিরিন।

টুইটারে আলজাজিরা বলেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় তাদের টেলিভিশন নিউজ নেটওয়ার্কের আইনি দলের তদন্তের পর মামলাটি করা হয়েছে।

প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ দাখিল করেছে আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ছয় মাসব্যাপী অনুসন্ধান চালিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান, ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ধরনের নতুন আলামত নিয়ে তৈরি একটি তথ্যপঞ্জি আইসিসির কাছে দাখিল করেছে আলজাজিরা। টানা ২৫ বছর আলজাজিরার টেলিভিশন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন শিরিন।

আরও পড়ুন

×