ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাবুলের হোটেলে হামলা, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত অন্তত ৩

কাবুলের হোটেলে হামলা, নিরাপত্তা বাহিনীর হাতে নিহত অন্তত ৩

কাবুল লংগান হোটেলে এ হামলার ঘটনা ঘটে। ছবি- রয়টার্স।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:২৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:৫১

কাবুলের একটি হোটেলে জনসমক্ষে গুলি চালানোর পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত তিনজন হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া হামলাকারীদের মধ্যে দুইজন হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হয়েছেন বলে জানান ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, হামলায় কোনো বিদেশি নিহত হননি। পরিস্থিতি এখন শান্ত। 

আজ সোমবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে কাবুল লংগান হোটেলে এ ঘটনা ঘটে। মধ্য কাবুলের বহুতল হোটেলটি চীনা নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়। খবর আল-জাজিরার। 

চীনের রাষ্ট্রদূত নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। চীনা রাষ্ট্রদূত তার দূতাবাসের নিরাপত্তার বিষয়ে আরও মনোযোগ দাবি করেছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের অভ্যন্তরে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। এ সময় একাধিক বিস্ফোরণ ও বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার ঘটনায় হোটেলের একটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। 

টুইটারে পোস্ট করা ভিডিওতে হোটেল থেকে ধোয়া বের হতে দেখা গেছে। ভিডিওটি কাবুলের এক সাংবাদিকের পোস্ট করা বলে নিশ্চিত করেছে রয়টার্স। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জর্দান জানান, হামলার সময় হোটেলটিতে অনেক সাধারণ মানুষ ছিল। নিরাপত্তা বাহিনী সেখানে নিরাপত্তা জোরদারে কাজ করছে। 

স্থানীয়রা জানান, ওই হোটেলটি চীনা ও বিদেশি নাগরিকদের পছন্দের। হোটেলটিতে প্রধানত বিদেশিরা থাকেন। গুলি শুরুর পর তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। 

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি চীনা গেস্ট হাউজের পাশেই এই হামলার ঘটনা ঘটেছে। চীনের দূতাবাস নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। 

২০২১ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে আফগানিস্তানে চীনের দূতাবাস রয়েছে। 

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা এবং গুলির ঘটনা ঘটেছে। তালেবান বলছে, তারা দেশকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে।

আরও পড়ুন

×