ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কোভিড নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষার প্রস্তাব সিডিসির

কোভিড নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষার প্রস্তাব সিডিসির

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৫:৫১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৫:৫১

কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আন্তর্জাতিক ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষা-নিরীক্ষা ভাইরাসের ভ্যারিয়্যান্ট ট্র্যাকিং করার ভাল একটি উপায় হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সিডিসির বিজ্ঞানীরা বলছেন, ভ্রমণে বিধিনিষেধের চেয়ে এই বর্জ্য পানি পরীক্ষা-নীরিক্ষা ভালো ফল দিতে পারে। খবর: দ্য গার্ডিয়ানের।

টানা তিন বছরের কড়াকড়ি তুলে দিয়ে চীন আগামী ৮ জানুয়ারি থেকে তাদের সীমান্ত খুলে দিচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ৫ জানুয়ারি থেকেই চীন থেকে তাদের দেশে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার কথা জানিয়েছে। 

সিডিসি বলছে, নতুন করে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপের চেয়ে ওইসব ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষা-নিরীক্ষা করাটা বেশি ফলদায়ক হতে পারে।

সিডিসির মুখপাত্র ক্রিস্টিন নর্ডলান্ড বলেছেন, করোনার সংক্রমণের লাগাম টেনে ধরতে অনেকগুলো উপায়ের একটি হচ্ছে ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষা-নিরীক্ষা।

ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের জিনোমিকস বিশেষজ্ঞ ড. এরিক টপল বলেন, ‘চীন থেকে আসা ফ্লাইটগুলোর বজ্য পানি পরীক্ষা খুবই ভালো একটি কৌশল হতে পারে।’

অন্যদিকে জাপান, ইতালি ও মালয়েশিয়া এরই মধ্যে চীন থেকে আগতদের ওপর কোভিড বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। চীনের সীমান্ত খুলে দেওয়ার ঘোষণার ফলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করাসহ নানারকম সতর্কতামূলক পদক্ষেপ নিতে যাচ্ছে দেশগুলো।

২০২১ সালের ডিসেম্বরে ফ্রান্সের গবেষকেরা ইথিওপিয়া থেকে ফ্রান্সে আসা দুটি ফ্লাইটের বর্জ্য পানি পরীক্ষা করে করোনার ওমিক্রোন ভ্যারিয়্যান্ট পেয়েছিলেন। যদিও দুই ফ্লাইটের যাত্রীরা কোভিড নেগেটিভ সনদ পেশ করেই ফ্লাইটে উঠেছিলেন।

আরও পড়ুন

×