প্রিন্স হ্যারিকে তালেবান নেতা, 'মানুষ হত্যা করেছেন, তারা দাবার গুটি না'

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১২:০৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১২:০৬
ব্রিটেনের প্রিন্স হ্যারি তার আত্মজীবনীতে আফগানিস্তানে সৈনিক হিসেবে কাজ করার সময় '২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যার' কথা জানিয়েছেন। ওই হত্যার সময় হ্যারির নাকি মনে হয়েছিল, তিনি দাবার বোর্ড থেকে গুটি সরিয়ে দিচ্ছেন। হ্যারির এ কথার তীব্র সমালোচনা করেছেন এক তালেবান নেতা।
হ্যারির সমালোচনা করা তালেবানের ওই নেতার নাম আনাস হাক্কানি। আত্মজীবনীর মলাটের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যারি, আপনি যাদের হত্যা করেছিলেন, তারা দাবার গুটি ছিলেন না, মানুষ ছিলেন। তাদের পরিবার ছিল, যারা তাদের জন্য অপেক্ষা করত। আফগানিস্তানে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের মধ্যে অনেকেরই আপনার মতো যুদ্ধাপরাধের কথা স্বীকার করার মতো শিষ্টাচার নেই।’ খবর আল-জাজিরার
ব্রিটেনের রাজা চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কাজ করার সময় ২০১২-১৩ সালে কিছুদিনের জন্য আফগানিস্তানে ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার এবং পরে হেলিকপ্টার পাইলট ছিলেন।
তার সদ্য প্রকাশিত বই 'স্পেয়ার'-এ তিনি বলেছেন, তিনি ৬টি মিশনে অংশগ্রহণ করেছেন এবং তার প্রতিটিতেই শত্রুপক্ষে নিহতের ঘটনা ঘটেছিল। তবে তিনি একে যথাযথ বলেই মনে করেন।
বইতে তিনি লিখেছেন, 'এটা এমন কোন পরিসংখ্যান নয় যা আমার মনকে গর্বে ভরিয়ে দেয়, কিন্তু তা আমাকে লজ্জিতও করেনি। যুদ্ধের উত্তাপ ও বিভ্রান্তির মধ্যে আমি ওই ২৫ জনকে মানুষ বলে মনে করিনি। তারা ছিল দাবার বোর্ড থেকে সরিয়ে দেয়া গুটির মতো, কিছু খারাপ লোককে সরিয়ে দেয়া-যাতে তারা ভালো লোকদের হত্যা করতে না পারে।'
তবে সাবেক ব্রিটিশ সেনা অফিসার রিচার্ড কেম্প বলেছেন, প্রিন্স হ্যারির মন্তব্য 'সুবিবেচনা-প্রসূত নয়।'
তিনি আরও বলেন, এর ফলে প্রিন্স হ্যারির নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এবং কাউকে এর প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে।
কর্নেল কেম্প ২০০৩ সালে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর কমাণ্ডার ছিলেন। তিনি বলেন, প্রিন্স হ্যারি যে তার হাতে নিহত শত্রুসৈন্যের সংখ্যা বলেছেন এতে তিনি কোন সমস্যা দেখছেন না কিন্তু তিনি যেভাবে তালেবানদের দাবার গুটি হিসেবে বর্ণনা করেছেন তাতে মনে হতে পারে যে ব্রিটিশ সেনাবাহিনীরা তাদের 'মানুষের চেয়ে অধম কিছু বলে' মনে করে।