খনি সম্প্রসারণবিরোধী বিক্ষোভ
আটকের পর গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিলো জার্মান পুলিশ

বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গকে আটক করে নিয়ে যাচ্ছে জার্মান পুলিশ- রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৩:০৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৩:১৩
জলবায়ুবিষয়ক ক্যাম্পেইনার, সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আটকের পর ছেড়ে দিয়েছে জার্মানির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম জার্মানির গাগসবাইলা-২ নামের একটি কয়লা খনি সম্প্রসারণ বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের কেউ কেউ কয়লা খনির দিকে যাওয়ার সময় গ্রেটা থুনবার্গকে আটক করা হয়েছে। পরিচয় যাচাইয়ের তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রয়টার্সের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, তিনজন পুলিশ সদস্য থুনবার্গকে আটক করে নিয়ে যাচ্ছেন। এ সময় গ্রেটাকে হাসতে দেখা যায়।
খনির সম্প্রসারণের ফলে গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে- এ আশঙ্কায় তা বন্ধের দাবিতে সেখানে বিক্ষোভে নামেন পরিবেশ আন্দোলন কর্মীরা। এতে অংশ নেন গ্রেটা থুনবার্গ। শনিবার প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে সমর্থন জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। খনির সম্প্রসারণকে আগামী প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে মন্তব্য করেন তিনি।
খনি সম্প্রসারণের অনুমতির জন্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার গ্রামটি পরিষ্কার করা হচ্ছে। দাঙ্গা পুলিশ গত সপ্তাহে পরিত্যক্ত গ্রামের ভবন থেকে কর্মীদের সরিয়ে দেয়। কিন্তু থুনবার্গসহ বিক্ষোভকারীরা মঙ্গলবার পর্যন্ত সেখানেই অবস্থান নেন।
খনি কর্তৃপক্ষের সঙ্গে সরকারের চুক্তিতে এ প্রকল্প বাস্তবায়ন হলে তা গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে। একই সঙ্গে হুমকির মুখে পড়বে আরও পাঁচটি গ্রাম।
পরিবেশ কর্মীরা বলছেন, জার্মানির এখন পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পে মনোযোগ দেওয়া উচিত।