হুগলিতে দুর্ঘটনায় দুই বাংলাদেশি জাহাজ

দুর্ঘটনা কবলিত জাহাজ। ছবি-সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৯
ঘন কুয়াশার কারণে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে দুই বাংলাদেশি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজ অক্ষত থাকলেও অন্যটির বেশিরভাগ অংশ ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে নাবিকসহ ওই জাহাজে থাকা ৯ জনকে।
শনিবার সকালে ভারতের কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি এলাকার হুগলি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি রাফসান হাবিব-৩ এর নাবিক জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা অনেক কম ছিল।
স্থানীয়রা জানান, বাংলাদেশ থেকে ভারতে আসা একটি খালি জাহাজ ধাক্কা মারে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা অন্য একটি জাহাজকে। ধাক্কায় ফ্লাই অ্যাশ বোঝাই জাহাজটি ডুবতে শুরু করলে সেটিকে ধীরে ধীরে তীরের দিকে আনতে থাকেন নাবিক। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। জাহাজটির প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। তবে এলাকাবাসীর সহযোগিতায় জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল জানান, বাঁ দিক থেকে আসা একটি জাহাজ তাদের জাহাজটি ধাক্কা দেয়। এসময় একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। শুধু কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে- একথা মানতে নারাজ তিনি। তার অভিযোগ, ধাক্কা দেওয়া জাহাজটি নির্দেশনা সঠিকভাবে মানেনি।
দুর্ঘটনার খবর বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন পুলক কুমার।