ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চিপস নেওয়ায় প্রেমিককে ‘গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা’র অভিযোগ

চিপস নেওয়ায় প্রেমিককে ‘গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা’র অভিযোগ

প্রতীকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ০০:৫৭ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০০:৫৭

প্রেমিকার কাছ থেকে চিপস নিয়ে নেওয়ায় গাড়ি থেকে নামিয়ে তাকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রেমিকা। আদালতে এমন অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার এক তরুণ। 

গত ২৬ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে। ওই প্রেমিকের নাম ম্যাথিউ ফিন। প্রেমিকার নাম চার্লট হ্যারিসন। 

দেশটির সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকমের খবরে এ তথ্য জানা গেছে। 

শহরটির ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাথিউ ফিন বলেন, ‘তার খাওয়া শেষ মনে করে আমি যখন একটি চিপস নিলাম, তখন সে রাস্তার পাশে গাড়ি থামিয়ে আমাকে বের হয়ে যেতে বলল। গাড়ি থেকে বের হওয়ার পরে বুঝতে পারি, আমাকে হত্যা করতে গাড়িটি আমার দিকে ছুটে আসছে। প্রাণ বাঁচাতে এক পাশে লাফ দেই।’

তবে আদালতে এ অভিযোগ অস্বীকার করেছেন চার্লট হ্যারিসন। তাঁর ভাষ্যমতে, এটা নিছক দুর্ঘটনা ছিল। তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর ওপর হামলা করেন ফিন। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে তাঁকে বের করে দেন।

এদিকে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগের বিষয়ে চার্লট হ্যারিসনের আইনজীবী বলেছেন, প্রেমিককে নামিয়ে দেওয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তাঁর পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।

এদিকে চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী শুক্রবার পর্যন্ত বাসা থেকে বের হতে পারবেন না। সেদিন আদালতে ফেরার পর বিচারকেরা নির্ধারণ করবেন তিনি আদৌ জামিন পাবেন কি না।

আরও পড়ুন

×