ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল। হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া প্রতীকী ছবিটি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩ | ০২:৪৮ | আপডেট: ০১ মার্চ ২০২৩ | ০২:৪৮

ভারতের রাজনৈতিক দল তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সোমবার রাতে হ্যাক হওয়া অ্যাকাউন্ট প্রায় ১৩ ঘণ্টা পরে মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে। 

সর্বভারতীয় তৃণমূলের মিডিয়া টিমের এক সদস্য জানান, দলের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। খবর- হিন্দুস্তান টাইমস। 

হ্যাক হওয়ার পরে টুইটারে দলের লোগো বদলে দেওয়া হয়েছিল। এর আগে গত বছর এপ্রিল মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

আরও পড়ুন

×