রমজানে বিদেশে ১০ লাখ পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি আরব

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৩ | ০৬:০৮ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ০৬:২৭
আসন্ন রমজান মাসে বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব। গতকাল রোববার সৌদি বাদশাহ সালমান এক আদেশে এ অনুমোদন দেন। খবর: আরব নিউজ’র।
বিভিন্ন সাইজে প্রকাশিত পবিত্র কোরআন বিতরণ করা হবে। এর মধ্যে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ করা কপিও থাকবে।
সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ গ্লোরিয়াস প্রিন্টিং প্রেসে মুদ্রিত পবিত্র কোরআনের কপিগুলো পৃথিবীর ২২টি দেশে ইসলামিক সেন্টারগুলোতে পাঠানো হবে।
রমজানে যাতে বিতরণ করা যায়, এজন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের শায়খ ড. আব্দুললতিফ বিন আব্দুলআজিজ আল-শেইখ।
- বিষয় :
- পবিত্র কোরআন
- সৌদি আরব
- মদিনা
- অনুবাদ
- কোরআন বিতরণ