সৌদি বিনিয়োগকারীরা মুখ ফেরানোয় ‘সুইস ব্যাংকের’ শেয়ারদরে ধস

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ | ১২:১২
বড় বড় সৌদি বিনিয়োগকারীরা ক্রেডিট সুইস ব্যাংকে বাড়তি বিনিয়োগ না করায় সুইস ব্যাংকটির শেয়ারমূল্য ২০ শতাংশেরও বেশি পড়ে গেছে। খবর: সিএনএন’র।
আজ বুধবার সুইজারল্যান্ডের জুরিখে ব্যাংকটির শেয়ারের দর প্রায় ২২ শতাংশ কমে যায়।
সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা সুইস ব্যাংকটিতে শেয়ারে বিনিয়োগের পরিমাণ আর বাড়াবে না।
আম্মার আল খুদাইরি বলেন, ‘বর্তমানে আমরা ব্যাংকটির ৯ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক। আমরা ১০ শতাংশের ওপরে গেলেই ব্যাংকের নানাবিধ আইনকানুনের আওতায় পড়তে হবে। বহুবিধ কারণে আমরা তা করব না। পরিষ্কার কথা,
আমরা আগাচ্ছি না। নতুন বিধিনিষেধে পড়তে চাই না আমরা।’
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সম্মেলনের পার্শ্ববৈঠক চলাকালে রয়টার্সকেও আম্মার আল খুদাইরি একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘সুইস ব্যাংকটির রূপান্তর পরিকল্পনায় আমরা খুশি, ব্যাংকটির আরও অর্থের প্রয়োজন আছে বলে মনে করি না আমরা। এটি খুবই শক্তিশালী একটি ব্যাংক।’
ক্রেডিট সুইস প্রসঙ্গে খুদাইরি আরও বলেন, ‘আমার মনে হয় না, তাদের বাড়তি অর্থের দরকার আছে। যদি আপনি তাদের রেশিও দেখেন, তারা খুবই ভালো করছে। সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার আওতাধীন হয়ে তারা দিব্যি কাজ করছে।’
তবে ক্রেডিট সুইস ব্যাংক কর্তৃপক্ষ এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।