উত্তাল সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে তাইপে: চীন

তাইওয়ানের পাশে সামরিক মহড়ার সময় শানডং বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করছে জে-১৫ চীনা যুদ্ধবিমান। গত রোববারের ছবি/ রয়টার্স
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০৬:১৯
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অভিযোগ করেছেন, তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে চীন। তাইওয়ানের চারপাশে সম্প্রতি শেষ হওয়া তিন দিনের বড় ধরনের সামরিক মহড়া দেখে চীনের এ অভিপ্রায় বোঝা গেছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে।
শেষ পর্যন্ত চীন যুদ্ধ শুরু করলে আত্মরক্ষার জন্য তাইওয়ানের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে কিনা, এ প্রশ্নের জবাবে জোসেফ বলেন, বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে তাইওয়ান। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তাইওয়ানকে অস্ত্রের ৯টি চালান দেওয়ার ঘোষণা দিয়েছে। তাইওয়ান সামরিক প্রশিক্ষণ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চেয়ে দৃঢ়তা বেশি গুরুত্বপূর্ণ।
সতর্ক করে তিনি বলেন, তাইওয়ানে যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এমন ধ্বংসাত্মক উদ্যোগ না নেওয়ার জন্য চীনকে চাপ দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসতে হবে।
এদিকে তাইওয়ান ‘উত্তাল সমুদ্রের’ দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে চীন। এশিয়ার পরাশক্তি এই দেশটির দাবি, প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন তাইওয়ানকে ‘উত্তাল সমুদ্রের’ দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে প্রেসিডেন্ট সাইয়ের বৈঠকের প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত সামরিক মহড়ার পর চীন এই মন্তব্য করল। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
অবশ্য প্রেসিডেন্ট সাইকে চীন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে থাকে এবং আলোচনার জন্য সাইয়ের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও বেইজিং তা প্রত্যাখ্যান করে এসেছে। সাই বলেছেন, তিনি শান্তি চান; কিন্তু তাইওয়ানে আক্রমণ হলে তাঁর সরকার ভূখণ্ডকে রক্ষা করবে। চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের (টিএও) মুখপাত্র ঝু ফেংলিয়ান বুধবার বলেছেন, সাই ইং-ওয়েন তাইওয়ানের জন্য বিপদ ডেকে এনেছেন। তাইওয়ানকে উত্তাল সমুদ্রে ঠেলে প্রায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছিলেন সাই ইং-ওয়েন।