সুদানে ক্ষমতার লড়াই: ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই বাহিনী

সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০০:৪৫
টানা তিন দিন লড়াইয়ের পর ২৪ ঘণ্টা (এক দিন) যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। সুদানের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে।
এদিকে গত চার দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে দেশটিতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত ও ২০০০ জন আহত হয়েছে। সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস এ কথা জানান।
সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ অঞ্চল এখন শান্ত রয়েছে। তবে মঙ্গলবারও প্রেসিডেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে সংঘর্ষ হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের একটি গাড়িবহর লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। জি-৭-এর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লিংকেন বলেন, সুদানে সংঘটিত ঘটনাটি ছিল বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং অবশ্যই অনিরাপদ। এর আগে রাজধানী খার্তুমে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক আইদেন ও’হারা লাঞ্ছিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।