ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি সেনাবাহিনী-আরএসএফ

সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি সেনাবাহিনী-আরএসএফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ০৩:১৩ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ০৩:১৩

পূর্ব আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। খবর বিবিসির

ব্লিঙ্কেন বলেন, ৪৮ ঘণ্টা আলোচনার পর সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি মেনে চলার কথা।

এতে আরও বলা হয়, গত ১৫ এপ্রিল দেশটির ক্ষমতা দখলে ২ সামরিক নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতিতে রাজি হলো বিবদমান পক্ষগুলো।

আরও পড়ুন

×