ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৮৮ বছর বয়সি অস্ট্রেলীয় চিকিৎসককে মুক্তি দিল আল-কায়েদা

৮৮ বছর বয়সি অস্ট্রেলীয় চিকিৎসককে মুক্তি দিল আল-কায়েদা

ডা. কেনেথ এলিয়ট। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ০৮:৩৯ | আপডেট: ১৯ মে ২০২৩ | ০৮:৩৯

সাত বছরের বেশি সময় আটকে রাখার পর ৮৮ বছর বয়সি অস্ট্রেলীয় চিকিৎসককে মুক্তি দিয়েছে আল-কায়েদা। খবর: বিবিসি’র।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মালি সীমান্তবর্তী এলাকার ডিজবো শহরে ১২০ শয্যার একটি ক্লিনিক চালাতেন ডা. কেনেথ এলিয়ট ও তাঁর স্ত্রী জ্যাকোলিন। ২০১৬ সালে তাদের দুজনকে তুলে নিয়ে যায় আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের সদস্যরা। তিন সপ্তাহ পর স্ত্রী জ্যাকোলিনকে ছেড়ে দেয় আল-কায়েদা। 

ডা. কেনেথ এলিয়ট সুস্থ আছেন এবং তিনি তাঁর পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন বলে জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওউং।

বুরকিনা ফাসোর ওই ক্লিনিকটিতে ডা. কেনেথ এলিয়টই একমাত্র সার্জন ছিলেন। স্থানীয়দের কাছে তিনি মানবিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

আরও পড়ুন

×